Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Ensure registration of births and deaths within 45 days of the birth of the child.
Details

জন্ম নিবন্ধন করা সবার জন্যই জরুরি। জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক ।

তাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে হারামিয়া ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন অতিসহজে ও বিনা খরচে জন্ম সনদ প্রদান করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান ও জন্ম সনদ প্রদান করা।

শিশুর জন্মের ৪৫ দিন বা দেড় মাসের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে