Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ১৮ নং হারামিয়া ইউনিয়ন

 

কালের স্বাক্ষী বহনকারী হারামিয়া ইউনিয়ন টির উত্তরে বাউরিয়া ইউ.পি.দক্ষিনে মুছাপুরইউ.পি.,পূর্বে মগধারা ইউ.পি ও সন্দ্বীপ চ্যনেল এবং পশ্চিমে পৌরসভা ওরহমতপু ইউ.পি.এর মাঝে অবস্থিত।

ক) নাম – ১৮ নং হারামিয়া ইউনিয়ন

খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৬১১২ জন(প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৬ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – টেক্সি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ১ টা  (ফোরকানিয়া মাদ্রাসা ২০ টা)

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ আলী খসরু

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২৫টি

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             হারামিয়া,কাছিয়াপাড়।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।