আজ জাতীয় আয়কর দিবস-২০১৩। এ উপলক্ষে চট্টগ্রাম কর অঞ্চল কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উদ্যোগে নগরীতে ষষ্ঠ বারের মতো দিবসটি পালন করা হবে বলে কর কর্মকর্তারা জানিয়েছেন। অপরদিকে আয়কর দিবসের তাত্ত্বিক দিকটি প্রায়োগিক রূপ দিতে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এ প্রসঙ্গে কথা হলে গতকাল চট্টগ্রাম কর অঞ্চল-১ কমিশনার দবির উদ্দিন বলেন, আয়করের প্রবৃদ্ধি, দেশ ও জাতির সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে জাতীয় আয়কর দিবসের কর্মসূচি উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার পর সকাল ১১টায় নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা.আফছারুল আমীন এমপি। বিশেষ অতিথি থাকবেন এনবিআর সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) ড. মাহবুবুর রহমান।
জানা গেছে, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার মোট ২৫ জন ব্যক্তিকে সম্মাননা পুরস্কার দেওয়া হবে। এরমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনজন সর্বোচ্চ ও দুইজন দীর্ঘমেয়াদি করদাতা এ পুরস্কার পাবেন। এছাড়া চট্টগ্রামের কর অঞ্চল সমূহের আওতাধীন প্রতিটি জেলার ব্যক্তি পর্যায়ে তিনজন সর্বোচ্চ এবং দুইজন দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
এদিকে ‘ইন্টারনেটে টিন রেজিস্ট্রেশন, একেবারেই সোজা’ এই থিমকে সামনে রেখে নগরীতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। আয়কর প্রদানে জনসাধারণকে উৎসাহিত করা এবং করদাতাদের ই-টিআইনের আওতায় আনতে চট্টগ্রামে চতুর্থ বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলবে আগামী ২২ সেপ্টেম্বর রোববার পর্যন্ত।
কমিশনার দবির উদ্দিন জানান, আয়কর দিবসের তাত্ত্বিক দিকটি প্রায়োগিক রূপ পায় আয়কর মেলায়। জনগণের মধ্যে কর শিক্ষা ও কর সচেতনতা বৃদ্ধিতে আয়কর দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলায় ই-টিআইএন গ্রহণ, কর প্রদান থেকে শুরু করে কর সংক্রান্ত সব ধরণের সেবা ও পরামর্শসহ নানা বিষয়ে সেবা দেয়া ছাড়াও নতুন-পুরোনো করদাতার রিটার্ন গ্রহণ, আয়কর রিটার্ন ও টিআইএন ফরম পূরণ সম্পর্কে পরামর্শ, নতুন করদাতাদের টিআইএন পুরোনোদের রিটার্নের প্রাপ্তিস্বীকারসহ করসংশ্লিষ্ট সব ধরনের সেবা দেয়া হবে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS