ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র (সিআইএসসি) এবং ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকে বিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন। এর বাইরে কোন সাইবার ক্যাফে অথবা ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন করা যাবেনা।
প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর।
শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা ১৮-৪৫ বছর)
যেকোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থী সর্বমোট ২০০-এর অধিক ট্রেড/পেশা থেকে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন।
এছাড়া যাদের বিশেষ কোন ট্রেড বা পেশায় দক্ষতা নেই, তারা সাধারন কর্মী হিসেবে রেজিস্ট্রশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি।