Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার রিপোর্ট

                                                     গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প

                                                               স্থানীয় সরকার বিভাগ

                                                 আদালতে অভিযোগ গ্রহণ নিষ্পত্তির প্রতিবেদন

                                                সময়কালঃ জুলাই ২০১৭ থেকে মার্চ  ২০১৯ পর্যন্ত

 হারামিয়া                       উপজেলা:.সন্দ্বীপ,              জেলা: চট্টগ্রাম          বিভাগ: চট্টগ্রাম

.ক. গ্রাম আদালত মামলার তথ্য (প্রয়োজনে আড়াআড়ি করে লিখুন)

মামলার ধরন

পূর্বের অপেক্ষমান মামলার সংখ্যা

ইউপিতে সরাসরি দায়েরকৃত মামলার সংখ্যা

উচ্চ আদালত ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত মামলার সংখ্যা

মোট দায়েরকৃত মামলার সংখ্যা (1+2+3)

গ্রাম আদালতে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা

বাতিল ও উচ্চ

আদালতে প্রেরিত মামলা সংখ্যা

মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা

বর্তমাননে অপেক্ষামান মামলা সংখ্রা

প্রতিবেদনকালীন সময় বাস্তবায়তি মামলা সংখ্যঅ

আদায়কৃত ক্ষতিপূরন

বিধি-৩১,

প্রাকবিচার

শুনানী

 

 

 

 

 

   

 

 

     ৯

 

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

পুঃ

না

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

পুঃ

নাঃ

 

ফৌজদারী মামলা

-

১৪

১৭

১৬

-

১৫

৫২৫০০

দেওয়ানী মামলা

-

১৫

-

২০

১৪

১৯

-

১৯

২৫০০০

 সর্বমোট

২৯

৩৭

১০

১৪

২১

৩৫

১০

-

৩৪

১০

৭৭,৫০০/

                                             

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নোটঃ

  • অপেক্ষমান মামলাঃ গ্রাম আদালতে বিচারাধীন অনিষ্পত্তিকৃত মামলা। পূর্ববর্তী মাসের শেষে যে মামলাগুলো অপেক্ষমান ছিল সে মামলাগুলোই হবে বর্তমান মাসের শুরুতে অপেক্ষমান মামলা।
  • আবেদন ফেরত দেওয়াঃ আবেদনকারী বা প্রতিবাদী সদস্য মনোনয়ন করতে ব্যর্থ হলে আবেদনকারী বিচারযোগ্য বিষয়ে উপযুক্ত আদালতে মামলা করতে পারবেন মর্মে চেয়ারম্যান নির্ধারিত পদ্ধতিতে আবেদন পত্রটি আবেদনকারীর নিকট ফেরত দিবেন।
  • মামলা বাতিল করাঃ গ্রাম আদালতে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করতে গিয়ে যদি দেখা যায় যে, গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূত কোন মামলা ভুলবশতঃ গ্রহণ করা হয়েছে। তাহলে গ্রাম আদালত মামলাটি বাতিল করবে।
  • মামলা খারিজ করাঃ যদি কোন ক্ষেত্রে আবেদনকারী অবহেলাবশতঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বা গ্রাম আদালতের মামলার শুনানীর জন্য নির্ধারিত তারিখে হাজির হতে ব্যর্থ হন তাহলে গ্রাম আদালত কারণ উল্লেখ করে উক্ত আবেদন খারিজ করবেন।
  • বাস্তবায়িত সিদ্ধান্তঃ  প্রতিবেদনকালীন সময়ে গ্রাম আদালতের দেওয়া সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়েছে এমন মামলাকে বুঝাবে। দ্বৈত গণনা এড়াতে যে মাসে সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হবে সে মাসে রিপোর্ট করুন।
  • মনোনীত সদস্যের সংখ্যাঃ চূড়ান্ত শুনানীর দিনে বিচারকার্যে অংশগ্রহণকারী মনোনীত সদস্যের সংখ্যা (গ্রাম আদালতের চেয়ারম্যান ব্যতীত)
  • উচ্চ আদালতঃ জেলা দায়রা জজ আদালত জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট  [অন্যান্যঃ অন্যান্য উৎস যেমন- এনজিও, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার]